সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

নড়িয়ায় নদী ভাঙ্গন কবলিতদের মাঝে শাড়ি-লুঙ্গি ও চাউল বিতরণ

নড়িয়ায় নদী ভাঙ্গন কবলিতদের মাঝে শাড়ি-লুঙ্গি ও চাউল বিতরণ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের উত্তর কেদারপুর এলাকায় গত বৃহস্পতিবার বেড়িবাঁধ ধসে মসজিদ সহ ১২টি বাড়ি-ঘর নদী গর্ভে বিলীন হয়।
সোমবার বেলা সাড়ে ১১ টায় উত্তর কেদারপুরে নতুন ভাবে বেড়িবাঁধ ধসে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ৩৪ পরিবারকে ৩০ কেজি করে চাউল ও শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।
ভাঙ্গন কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেন, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায় ও নড়িয়া পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম বাবু রাড়ী। এ সময় আরো উপস্থিত ছিলেন কেদারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফেজ সানাউল্লাহ, বিল্লাল মেম্বার, রফিক মেম্বার সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ভাঙ্গন এলাকায় আজ পর্যন্ত ক্ষতিগ্রস্থদের জন্য পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি’র পক্ষ থেকে তিন বেলা খাবার, রাতে লাইটিং সহ সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে।


error: Content is protected !!