Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় গ্রাম থিয়েটারের আঞ্চলিক সম্মেলন

নড়িয়ায় গ্রাম থিয়েটারের আঞ্চলিক সম্মেলন

শরীয়তপুরের নড়িয়ায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের হাজী শরীয়তুল্লাহ অঞ্চলের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধায় নড়িয়া মাল্টিলিংক স্যাটেলাইট সিস্টেম অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে বিকেল ৪ টায় এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গ্রাম থিয়েটার হাজী শরীয়তুল্লাহ অঞ্চলের সাবেক সমন্বয় কারী এ্যাড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নড়িয়া পৌর মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ি। বিশেষ অতিথি ছিলেন মোক্তারের চর ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌকিদার, নড়িয়া পৌর কাউন্সিলর শহীদুল ইসলাম সরদার, কীর্তিনাশা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক আলা বক্স কাজী।
অত্র অঞ্চলের সাংস্কৃতিক কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন গ্রাম থিয়েটার হাজী শরীয়তুল্লাহ অঞ্চলের সমন্বয়কারী আহমেদ জুলহাস ও চাকধ থিয়েটারের পরিচালক রকি আহমেদ।
উপস্থিত ছিলেন নাট্যজন বুলবুল শফিকী, শরীয়তপুর থিয়টারের পরিচালক এ্যাড. মুরাদ মুন্সী, নাট্যকর্মী বরকত আলী মুরাদ, তৌহিদুল ইসলাম শাহীন মুন্সী, সেকান্দার আলম রিন্টু, জাহাঙ্গীর ছৈয়াল প্রমুখ।