বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

নড়িয়া পৌরসভা ৯নং ওয়াার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

নড়িয়া পৌরসভা ৯নং ওয়াার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভা ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় ৫১নং পশ্চিম লোনসিং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নড়িয়া পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইউনুছ বেপারী কে সভাপতি ও হাজী আঃ রব চৌকিদার কে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোঃ দুলাল বেপারী।
নড়িয়া পৌরসভা ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল হাশেম বয়াতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী হাচান আলী রাড়ী।
বিশেষ অতিথি ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নড়িয়া পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাস্টার শাহ আলম সরদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গাজী মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন আকন, কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম সরদার, বিশিষ্ট শিল্পপতি ইদ্রিসুর রহমান মধু, প্রধান বক্তা নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার খলিফা, কাউন্সিলর আবু জাফর শেখ, আনোয়ার মল্লিক, সাত্তার খলিফা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহিলা কাউন্সিলর মায়া বেগম, সাংগঠনিক সম্পাদক পারভীন ইসলাম, কাউন্সিলর সেলিনা খলিফা প্রমুখ।


error: Content is protected !!