বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

নড়িয়ায় মা ইলিশ ধরায় ১০ জেলে আটক

নড়িয়ায় মা ইলিশ ধরায় ১০ জেলে আটক

নড়িয়ায় মা ইলিশ ধরায় ১০ জনকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। জানা গেছে রবিবার রাত থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে এই সমস্ত জেলেদের আটক করা হয়। আটককৃত জেলেদের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুজ্জামান ৮ জনকে এক বছরের সাজা ও দুই জনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল আটক করা হয়। জব্দকৃত জাল গুলি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হক সুরেশ্বর পুলিশ ফাঁড়ির জয়নাল আবেদিন সহ মৎস্য কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৯ থেকে ৩০ তারিখ পর্যন্ত মোট ২২ দিন এই অভিযান চলমান থাকবে বলেছেন মৎস্য বিভাগ।


error: Content is protected !!