Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নড়িয়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

৯ নভেম্বর শনিবার শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় ১২ নং পুনাই খাঁর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের মাঝে শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থা এর পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ নং পুনাই খাঁর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মো.আজিজুল হক এর সভাপতিত্বে উক্ত বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য, মো.মামুন খাঁন, আলী মিয়া খান, রফিকুল ইসলাম, রানা আহমেদ, মুরাদ খাঁন, রয়েল মুসল্লী, আতিকুর রহমান নকীব, শহীদুল মুসল্লী, হিরো মিয়া, পারভেজ মাহমুদ, রাহাদ ছৈয়াল, সোহাগসহ শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থা এর সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং রাজনগর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে হাজী মো. আজিজুল হক বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, আজকের এই মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনের কর্ণধার। এরা ফুলের ন্যায় বিকশিত হয়ে আগামীতে সৌরভ ছড়াবে। এরাই দেশকে উয়ন্নয়নের অগ্রদূত হিসেবে কাজ করবে। সকল মিথ্যা ও ভয়ের শৃঙ্খলা ছিন্ন করে দুর্বার গতিতে সম্মুখ পানে এগিয়ে যাবে,নবজীবনের গান গেয়ে নতুন নতুন ভূষণ সৃষ্টি করবে।তোমরাই দেশ ও জাতির উজ্জ্বল ভবিষ্যৎ ও ভাগ্যনির্মাতা। তিনি শিক্ষার্থীদের আহ্বান করেন যেন, ছাত্র-ছাত্রীরা তারা তাদের জ্ঞানের আলো দিয়ে সমাজকে আলোকিত করে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়।
শিক্ষার্থীদের পক্ষ থেকে সমাপনী পরীক্ষার্থী-মিথিলা আক্তার বলেন, ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমরা যেন, দেশের দুঃখ, দারিদ্র্য, অন্ধকার ঘুচিয়ে গড়ে তুলতে পারি একটি শান্তি প্রিয়, সমৃদ্ধ সোনার বাংলাদেশ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থা এর সভাপতি মো. তোফাজ্জল হোসেন। তিনি বলেন, একটি দেশের উন্নয়নের মান নির্ভর করে ঐ দেশের শিক্ষার কাঠামোর উপর। যে দেশ যত শিক্ষিত, সেই দেশ তত বেশি উন্নত। অতএব, শিক্ষার বিকল্প অন্য কিছুই হতে পারে না। শিক্ষাই আমাদের আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। আমরা জানি, শিক্ষাই জাতির মেরুদন্ড। তেমনি শিক্ষার মেরুদন্ড হলো একজন আদর্শবান শিক্ষক। যারা অক্লান্ত পরিশ্রম করে জ্ঞান দান করেন তা কখনোই শোধ হবার নয়। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা অরুণ প্রাতের তরুণ দল। তোমরা দুর্গম পথের দুঃসাহসী অভিযাত্রী। তোমরা বন্ধুর পথে অগ্রসরমান, জীবনের লক্ষ্য অর্জনে অটল,অবিচল। তোমরা অফুরন্ত প্রাণশক্তির অধিকারি। তোমাদের প্রাণের সেই দীপ্তিমান শিখাই পথ চলতে শক্তিদান করবে। পূর্ব আকাশের রক্তিম সূর্য তোমাদের প্রাণের উজ্জ্বল্যে দীপ্যমান। তোমাদের নতুন যাত্রাপথ সাফল্যে ভরে উঠুক, জীবন হোক সুন্দর ও সার্থক।
এছাড়া ০৮ নং ক্রোকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১২৩ নং পূর্ব পুনাই খাঁর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাজনগর শাফিয়া বেগম নূরানী হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা। হাজী মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরো ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন কর্তৃক মোট ১১০ জন সমাপনী পরীক্ষার্থীর মাঝে উপকরণ বিতরণ এবং বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থা এর বিগত দিনের কর্মকান্ডের মধ্যে রয়েছে- প্রাথমিক স্কুল থেকে মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পড়াশোনা মনিটরিং করা। শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ যেমন, জ্ঞানমূলক বই, খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, রাবার, পেন্সিল কাটার, স্কেল, ফাইল ইত্যাদি দ্রব্য সামগ্রী প্রদান। প্রতিবন্ধী, অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, নারী শিক্ষার প্রসার ঘটানো, পাঠ্যবইয়ের বাইরে বিভিন্ন সৃজনশীলমূলক বই বিতরণ, প্রাথমিক স্কুল ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অনুমতি সাপেক্ষে শিক্ষার্থীদের জ্ঞানমূলক বিশেষ ক্লাস নেওয়া। সৎ, দৃঢ়চেতনা ও আদর্শ নাগরিক হিসাবে শিক্ষার্থীদের গড়ে তোলার জন্য অনুপ্রেরণা প্রদান, অভিবাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি, পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণ করার জন্য উদ্বুদ্ধ করা, প্রাকৃতিক বিপর্যয়ের সময় দুর্যোগপীড়িত শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ও শিক্ষার্থীদের খেলাধুলার উপকরণ বিতরণ করা ইত্যাদি। সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে, পাঠাগার চালুর মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করা, ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করা ও কম্পিউটার শিক্ষার জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালু, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি বাস্তবায়ন করা।
উল্লেখ্য, এর আগেও শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে।