Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ

নড়িয়ায় ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রোববার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে আটকদের শরীয়তপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার ভোজেশ্বর এলাকার আলমগীর মিয়ার বসত ঘর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আলী হোসেন মৃধা, সুমন সরদার, আলমগীর শেখ, আবুল কালাম সৈয়াল, আবু সায়েদ মেলকার, দিদারুল ইসলাম, মন্টু তালুকদার, দেলোয়ার সরদার, মিজান ঢালী।
নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ভোজেশ্বর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা করে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।