মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং

নড়িয়া মহান বিজয় দিবসের প্রস্তুতি সভায় উপমন্ত্রী এনামুল হক শামীম

নড়িয়া মহান বিজয় দিবসের প্রস্তুতি সভায় উপমন্ত্রী এনামুল হক শামীম

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস-২০১৯ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে গঠিত এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টায় নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।
নড়িয়া উপজেলা নির্বাহি অফিসার জয়ন্তী রূপা রায় -এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী রাড়ী, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, নড়িয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির বেপারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। এছাড়া মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও নড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ প্রমূখ।
এ সময় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের কিভাবে সংবর্ধণা দেওয়া হবে, কি কি প্রোগ্রাম থাকবে, তা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ঐ দিনে প্রতি বছরের ন্যায় মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধণা ও মুক্তিযোদ্ধাদেরকে অনুদান দেয়া হবে।


error: Content is protected !!