
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস-২০১৯ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে গঠিত এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টায় নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।
নড়িয়া উপজেলা নির্বাহি অফিসার জয়ন্তী রূপা রায় -এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী রাড়ী, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, নড়িয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির বেপারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। এছাড়া মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও নড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ প্রমূখ।
এ সময় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের কিভাবে সংবর্ধণা দেওয়া হবে, কি কি প্রোগ্রাম থাকবে, তা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ঐ দিনে প্রতি বছরের ন্যায় মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধণা ও মুক্তিযোদ্ধাদেরকে অনুদান দেয়া হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |