
“আমরা দূর্ণীতির বিরুদ্ধে একতাবদ্ধ” এই শ্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে শরীয়তপুরের নড়িয়ায় আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে র্যালী, মানববন্ধন, শান্তির প্রতিক পায়রা অবমুক্ত ও আলোচনা সভা করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় নড়িয়া বিহারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনার চত্বরে এসে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করা হয়। এরপর নড়িয়া বিহারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক শাহ আলম খান এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায়।
উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সমর কুমার মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা রুজিনা খানম, নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক, নড়িয়া বিহারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু চন্দ্র রায়, নড়িয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল শেখ, আলাউদ্দিন আল-আজাদ, সরজ কুমার ভৌমিক, আবুল বাসার, দিপালী রানী রায়, নুরুন নাহার সহ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী বৃন্দ।
এ সময় উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে সবার আগে আমাদেরকে দূর্ণীতিকে না বলতে হবে। কোন ভাবেই দূর্ণীতির সাথে নিজেদেরকে জড়ানো যাবেনা এবং অন্যরা যাতে দূর্ণীতিতে জড়াতে না পারে সে দিকেও লক্ষ্য রাখতে হবে। “আমরা দূর্ণীতির বিরুদ্ধে একতাবদ্ধ” দূর্ণীতি একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি যাতে আমাদের গ্রাস করতে না পারে এ জন্য সকলকে সচেতন ও সজাগ থাকতে হবে। তবে আমরা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে রূপান্তর করতে পারব।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |