
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নানা আয়োজনের ৪৯ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার ১৬ ডিসেম্বর সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি পালনের শুভ সূচনা করা হয়।
পরে নড়িয়া উপজেলা শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুস্পমাল্য অর্পণ করেন, পানিসম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি।
পরে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধাগণ, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষার্থী, বিভিন্ন সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।
সকাল সাড়ে ৮ টায় নড়িয়া বিহাড়ী লাল উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ বাহিনী, আনসার বাহিনী, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড, রোভার স্কাউটসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনীতে অংশ নেয়। শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও কম্বল বিতরণ করা হয় এবং উপস্থিত সর্বোস্তরের ব্যক্তিবর্গকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা সিকদার, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী ও নড়িয়া উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাচান আলী রাড়ী, সাধারণ সম্পাদক হাচানুজ্জামান খোকন, নড়িয়া পৌরসভা মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ী ও নড়িয়া থানা ওসি হাফিজুর রহমানসহ নড়িয়া উপজেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, নড়িয়া থানা পুলিশের কর্মকর্তা-কর্মচারী, জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ-সংগঠণের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী প্রমূখ।