Friday 29th March 2024
Friday 29th March 2024

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/rudrabarta.net/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

জপসায় ৩’শ পরিবারকে খাদ্য সহায়তা করলেন আ.লীগ নেতা আ: জলিল সরদার

জপসায় ৩’শ পরিবারকে খাদ্য সহায়তা করলেন আ.লীগ নেতা আ: জলিল সরদার
জপসায় ৩’শ পরিবারকে খাদ্য সহায়তা করলেন আ.লীগ নেতা আ: জলিল সরদার

নড়িয়ার জপসা ইউনিয়নে করোনাভাইরাস নিরসনে দ্বিতীয় ধাপে সামাজিক দূরত্ব বজায় রাখতে কর্মহীন অসহায় ঘরবন্দী ৩’শ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করলেন আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজসেবক, ঠিকাদার ও নড়িয়া থানার সাবেক ছাত্রলীগ নেতা আ: জলিল সরদার।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে সাবেক পুলিশের আইজিপি একেএম শহীদুল হক-এর নির্দেশনায় ৬ মে বুধবার তার নিজ জন্মস্থান জপসা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দুটি স্থান আ: সামাদ উচ্চ বিদ্যালয় মাদ্রাসা মাঠ ও চর জপসা প্রাইমারি স্কুল মাঠে তিনি কর্মহীন অসহায় ঘরবন্দী মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এর আগেও তিনি জপসা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ১ হাজার কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেন।

এ খাদ্যসামগ্রী বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আ: জলিল সরদার বলেন, করোনা ভাইরাস শুধু বিশ্বজুড়ে নয়, এটা বাংলাদেশের অনেক মানুষ এতে আক্রান্ত হয়েছে। অনেক মানুষ কর্মহীন পড়েছে। আমাদের মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের তৃণমূল পর্যায়ের আওয়ামীলীগের কর্মী ও বিত্তবানদের করোনা ভাইরাসের এ দূর্যোগপূর্ণ সময়ে কর্মহীন অসহায় মানুষের পাশে দাড়াতে বলেছেন। সেই আহবানে সাড়া দিয়ে সাবেক পুলিশের আইজিপি একেএম শহীদুল হকের নির্দেশনায় আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে আমার সামর্থ অনুযায়ী আমার এলাকা জপসা ইউনিয়নে ৩’শ পরিবারের মধ্যে ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি আটা খাদ্যসামগ্রী দেওয়ার ব্যবস্থা করেছি। এ রকম প্রতিটি এলাকার বিত্তবানরা ও আওয়ামীলীগের কর্মীরা কর্মহীন অসহায় মানুষের পাশে দাড়ালে আল্লাহর রহমতে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ সম্ভব হবে।

খাদ্যসামগ্রী পাওয়া কর্মহীন অসহায় মানুষকে জিজ্ঞাসাবাদে তারা বলেন, জলিল সরদার আমাদের খাদ্যসামগ্রী দিয়েছে। করোনা ভাইরাসের এ সময়ে এটা পেয়ে আমরা খুশি।

এ খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, জপসা আওয়ামীলীগের সহ-সভাপতি চানমিয়া আকন, মজিবুর ছৈয়াল, জপসা ওয়ার্ড মেম্বার আজহার, লিয়াকত মকদম প্রমূখ।