Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় এক হাজার ২০০ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতকে অর্থ দিলেন উপমন্ত্রী শামীম

নড়িয়ায় এক হাজার ২০০ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতকে অর্থ দিলেন উপমন্ত্রী শামীম
নড়িয়ায় এক হাজার ২০০ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতকে অর্থ দিলেন উপমন্ত্রী শামীম

পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম তার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া-জাজিরা উপজেলার এক হাজার ২০০ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতকে নগদ অর্থ সহযোগীতা দিয়েছেন। মঙ্গলবার (১২ মে) এ অর্থ প্রদান করেছেন উপমন্ত্রী শামীম।

পানিসম্পদ উপমন্ত্রী শামীম মুঠোফোনে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং আশ্রাফুন্নেসা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবসময় মানুষের বিপদে সাহায্য অব্যাহত রেখেছি। আমার মা ২০১৮ সালের ১৫ মে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মায়ের মৃত্যুবার্ষিকী সামনে রেখে জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার ইমাম ও মুয়াজ্জিন এবং পুরোহিতদেরকে সামান্য অর্থ দিয়ে সহযোগিতা করেছি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।

এর আগেও করোনা সঙ্কটময় সময় তাঁর মায়ের নামে গড়া আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন থেকে নড়িয়া উপজেলা ও সখিপুর থানার সহস্রাধিক অসচ্ছ্বল ইমাম ও মুয়াজ্জিনদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।