সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

চামটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ খালেক বেপারির ইন্তেকাল

চামটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ খালেক বেপারির ইন্তেকাল

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ খালেক বেপারি ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ৩.৪০ টার সময় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহহি অইন্না ইলাইহি রাজিউন।

পরিবার সূত্রে জানায়, দির্ঘ দিন ধরে তিনি হার্ট জনিত রোগে ভুগছিলেন। গতকাল শারিরিক অবস্থা অবনতি ঘটলে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করলে আজ বিকেল ৩.৪০ টার সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে আঃ খালেক বেপারির বয়স ছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি পরিবারে ৮ জন সন্তানাধীন রেখে গেছেন।

মৃত আঃ খালেক বেপারীর মরদেহ নিজ বাড়ি শরীয়তপুর নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বেপারি বাড়িতে ঢাকা থেকে আনা হচ্ছে পরবর্তী সময় নির্ধারণ করে পারিবারিক কবরস্থানেই দাফন সম্পূর্ণ হবে বলে জানা যায়।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা।


error: Content is protected !!