
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর সার্বিক নির্দেশনায় ০১ সেপ্টেম্বর মঙ্গলবার শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ ও পণ্ডিতসার বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী।
অভিযানে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রক্রিয়াকরণ করা, খদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ও রঙের ব্যবহার, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় এবং মোড়কজাতকরণ বিধিমালা লংঘন করায় মহাপরিচালক কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ২ প্রতিষ্ঠানকে প্রশাসনিক জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে এ তদারকিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।