
বাংলাদেশ পুলিশের সাবেক ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ও মজিদ জরিনা ফাউন্ডেশন ম্যানেজিং ট্রাস্টি একেএম শহীদুল হক বিপিএম, পিপিএম বলেছেন, যারা কোরআনের অর্থ বুঝে, তারা জঙ্গিবাদ হতে পারে না। যারা কোরআনকে বুঝে না, তারাই জঙ্গিবাদ ও সন্ত্রাস সৃষ্টি করে। অনেকে বলে থাকে কওমী মাদরাসা থেকে জঙ্গি সৃষ্টি হয়। আসলে কওমী মাদরাসা থেকে জঙ্গি সৃষ্টি হয় না।
শনিবার (০৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের নরকলিকাতা এলাকায় মজিদ জরিনা ফাউন্ডেশন হাফিজিয়া মাদরাসা কার্যক্রমের শুভ উদ্বোধনকালে সাবেক আইজিপি এসব কথা বলেন।
এ সময় ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী নুরুল হক বেপারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শরীয়তপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাহাড়, মজিদ জরিনা ফাউন্ডেশনের অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন, সমাজ সেবক ইমরান বেপারী, সবুজ বেপারী, ফোরাদ হোসেন বেপারী, সমাজ সেবক মো. ইউনুস দেওয়ান, আইজিপিদর ছেলে সাকিব বিন শহিদ, মজিদ জরিনা ফাউন্ডেশন জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা হোসাইন আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।