Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

নড়িয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
নড়িয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

জাতীয় ভিটামিন ‘ এ’ প্লাস ক্যাম্পেইন ২০২০ শরীয়তপুরের নড়িয়ায় উদ্বোধন করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ অক্টোবর হইতে ১৭ অক্টোবর পর্যন্ত জাতীয় ভিটামি ‘ এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় পুষ্টিসেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এ ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সফল ভাবে সম্পন্ন করতে সার্বিক সহায়তা করবেন। ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে।
নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বি এম রাইসুল সাইফ, মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুল নাইমা খানম, মেডিকেল অফিসার ডাঃ এইচ এম তানভীর আহমেদ, মেডিকেল অফিসার ডাঃ আদৃতা আবেদীন, মেডিকেল অফিসার ডাঃ হাজেরা আক্তার, ডাঃ ইসরাত রিজওয়ান, স্বাস্থ্য পরিদর্শক নুরুল হক হাওলাদার, মোঃ শহিদ হোসেন, ষ্টোর ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন, ফার্মাসিস্ট মোঃ সোহরাওয়ার হোসেন, স্বাস্থ্য সহকারী মোঃ দিদার হোসেন।