Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025
ফলোআপ

সময়ের অভাবে তদন্ত প্রতিবেদন দিতে পারছে না তহসিলদার

সময়ের অভাবে তদন্ত প্রতিবেদন দিতে পারছে না তহসিলদার
সময়ের অভাবে তদন্ত প্রতিবেদন দিতে পারছে না তহসিলদার

শরীয়তপুর ভুমিহীনের জমি বন্দবস্ত পেল ইটালি প্রবাসী। এই শিরোনামে দৈনিক রুদ্রবার্তা পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি জেলা প্রশাসকের নজরে আসলে দ্রুত বিষয়টি তদন্তের দায়িত্ব দেন নড়িয়া উপজেলা এসিল্যান্ডেকে। সংবাদ প্রকাশের ৬ দিন হলেও এখনো তদন্ত শুরুই করতে পারেনি তদন্ত কর্মকর্তারা।

১৩ অক্টোবর বুধবার সকালে এবিষয়ে নড়িয়া উপজেলা এসিল্যান্ড মো: মোর্শেদুল ইসলাম দৈনিক রুদ্রবার্তাকে বলেন, শুনেছি এই বিষয়ে জেলা প্রশাসকের কাছে এক ব্যাক্তি একটি লিখিত অভিযোগ করেছে। সেই অভিযোগের কপি আমরা পায়নি। দৈনিক রুদ্রবার্তা’র নিউজটি জেলা প্রশাসকের নজরে আসলে তিনি তদন্ত করার জন্য আমাকে নির্দেশ দেন। আমি গত ৩ দিন আগে নশাসন ভুমি কর্মকর্তা (তহসিলদার) এর নিকট তদন্ত প্রতিবেদন চেয়েছি। এখনো তিনি প্রতিবেদন পাঠায়নি।

নশাসন ভুমি কর্মকর্তা মাসুদ বলেন, আমি যা সত্যি তাই দিবো। সময়ের অভাবে দেয়া হচ্ছে না। দ্রুতই দিয়ে দিবো।

উল্লেখ, শরীয়তপুর নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের বেপারিকান্দি গ্রামে ভুমিহীনের জমি বন্দবস্ত নিয়েছে ইটালি প্রবাসী হাফিজুর রহমান ও তার স্ত্রী বেবী বেগম। এ বিষয়ে একই গ্রামের এক ব্যাক্তি বন্দবস্ত বাতিল চেয়ে জেলা প্রশাসকের কাছে একটি আবেদন করেন