Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ার কেদারপুরে “নির্বাচন চাই, নির্বাচন চাই” শ্লোগাণ নিয়ে কর্মসূচি, নির্বাচন কমিশনের নিকট দাবি

নড়িয়ার কেদারপুরে “নির্বাচন চাই, নির্বাচন চাই” শ্লোগাণ নিয়ে কর্মসূচি, নির্বাচন কমিশনের নিকট দাবি
নড়িয়ার কেদারপুরে “নির্বাচন চাই, নির্বাচন চাই” শ্লোগাণ নিয়ে কর্মসূচি, নির্বাচন কমিশনের নিকট দাবি

সারা বাংলাদেশে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এ প্রার্থী ও জনগণ যখন হৈচৈ বেধে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে নদী ভাঙন এলাকা অধ্যুষিত শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ও জনগণ আজ রবিবার ২৪ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে কেদারপুর ইউনিয়নে “নির্বাচন চাই, নির্বাচন চাই” শ্লোগাণ নিয়ে এক কর্মসূচির আয়োজন করে।

এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন নেতাকর্মী বলেন, গত ২০১০ সালের নির্বাচনের পর থেকে কেদারপুর ইউনিয়নে কোন নির্বাচন হচ্ছে না। দীর্ঘ ১১বছর পেরিয়ে গেলেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের নির্বাচন নিয়ে কোন মাথাব্যথা নেই। তারা বলেন, নির্বাচন না হওয়ায় ইউনিয়ন থেকে জনগণ যে সুযোগ সুবিধা পাওয়ার কথা তা তারা পাচ্ছে না। কারন, নদী ভাঙনে দু’টি ওয়ার্ডের জনগণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যে কারনে দুটি ওয়ার্ডের জনগণের সুযোগ-সুবিধাগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারা ভোগ করছে। এমতাবস্থায় নির্বাচন না হলে, জনগণের ন্যায্য যে অধিকার, তা তারা ফেরত পাবে না। এজন্য শরীয়তপুর নির্বাচন কমিশন যেন দ্রুত কেদারপুর নির্বাচন দেয়, তার জোর দাবি জানানো হয়।

নড়িয়া উপজেলা নির্বাচন নির্বাহী অফিসার শেখ রাশেদুজ্জামান বলেন, কেদারপুর ইউনিয়নে নির্বাচন হবে কি হবে না? সে বিষয়ে আইনী পর্যালোচনা করে সিদ্ধান্ত নিব। যদি নির্বাচন আইন সিদ্ধ হয়, তাহলে আমরা দেখবো। এরপর তিনি জনগণকে করোনা মহামারী বিষয়ে মাস্ক সচেতনতা করেন।

জেলা নির্বাচন কমিশন জাহিদ হাসান বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন যেহেতু অন্যান্য নির্বাচনের মতো নয়, এটা যেহেতু প্রতিটি ওয়ার্ডভিত্তিক নির্বাচন। তাই নদী ভাঙনে বিলুপ্ত কেদারপুর ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডে নির্বাচন দেয়া কষ্টকর। তবুও যেহেতু কেদারপুর ইউনিয়নের নির্বাচনের দাবী নিয়ে যেহেতু প্রশ্ন ওঠেছে, তাই আমরা আইনী পর্যালোচনা সেড়ে নির্বাচন দিতে চেষ্টা করবো।

এ কর্মসূচিতে উপজেলা নির্বাচন কমিশনার, ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা ও কেদারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন দেওয়ান, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিহির চক্রবর্তী, নড়িয়া উপজেলা মহিলালীগের সাংগঠনিক সম্পাদক পারভীন ইসলাম, কেদারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন সিরাজী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ মুন্সী ও কেদারপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সাহেদ বেপারীসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।