Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ার জপসা ইউনিয়নে হাজী শওকত হোসেন বয়াতীর ইশতেহার ঘোষনা

নড়িয়ার জপসা ইউনিয়নে হাজী শওকত হোসেন বয়াতীর ইশতেহার ঘোষনা
নড়িয়ার জপসা ইউনিয়নে হাজী শওকত হোসেন বয়াতীর ইশতেহার ঘোষনা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হাজী শওকত হোসেন বয়াতী ৩ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে তার নিজ বাড়িতে অনুষ্ঠেয় আগামী ৫ জানুয়ারি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

নির্বাচনী ইশতেহারে শওকত হোসেন বয়াতী বলেন, আগামী ৫-ই জানুয়ারি জপসা পরিষদ নির্বাচন। আমি উক্ত নির্বাচনে ‘মোটরসাইকেল’ প্রতীকে আপনাদের প্রার্থনার দোয়া ও সমর্থন কামনা করছি। আসন্ন নির্বাচনে নির্বাচিত হলে জপসা ইউনিয়নে আমি কি কি উন্নয়ন করবো এবং কি কি পরিকল্পনা, ভাবনা আমার রয়েছে এবং কিভাবে আমি জনগণের সেবা করতে পারবো, সে বিষয়ে অঙ্গীকার ও পরিকল্পনাসহ নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি। এরপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের কথা স্মরণ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির সাথে তাল মিলিয়ে কিভাবে জপসা ইউনিয়নের উন্নয়ন ও সেবা করবেন, তা তুলে ধরেন। তার নির্বাচনী ইশতেহারের মধ্যে রয়েছে- ১.জপসা ইউনিয়নকে একটি মডেল হিসেবে গড়ে তুলবো এবং সকল নাগরিক সুবিধা ঘরে ঘরে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ; ২. দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক একটি ইউনিয়ন পরিষদ গঠন ও ন্যায়বিচার নিশ্চিত কার্যকরী উদ্যোগ গ্রহণ করবো; ৩. সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা সেবা কার্যক্রম স্বচ্ছতার ভিত্তিতে বাস্তবায়ন করবো; ৪. ইউনিয়ন পরিষদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করবো; ৫. জনসাধারণের বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান কল্পে সপ্তাহের একটি নির্দিষ্ট দিন গণশুনানীর ব্যবস্থা করা হবে; ৬. নাগরিক সমাজের সমন্বয়ে ওয়ার্ড ভিত্তিক ইউনিয়নের উপযোগী টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে; ৭. অগ্রাধিকার ভিত্তিতে কাঁচা ও পাকা রাস্তা মেরামত ও চাহিদার ভিত্তিতে নতুন রাস্তা ব্রীজ কালভার্ট নির্মাণ করা; ৮. ইউনিয়নকে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে উৎকর্ষ সাধনের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করবো; ৯. সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন করবো; ১০. জপসা ইউনিয়নকে শতভাগ বিদ্যুতায়ন এর জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবো; ১১. সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান সার্বিক উন্নয়ন সাধন করবো; ১২. ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক গুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো; ১৩. নারীর ক্ষমতায়ন বাল্যবিবাহ বন্ধ, শিশু কল্যাণ ও প্রবীণ হিতৈষী পরিকল্পনা গ্রহণ করা হবে; ১৪. পরিবেশ উন্নয়ন ও প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে পূর্বপ্রস্তুতির ব্যবস্থা গ্রহণ করবো; ১৫. অস্বচ্ছল মেধাবী ও দরিদ্র পরিবারের ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করবো; ১৬. বীর মুক্তিযুদ্ধা, বিশিষ্টজন প্রবাসীদের কল্যাণে কাজ করবো; ১৭. উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে সুষম উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবো; ১৮.ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে আধুনিক ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবো; ১৯. ধর্ম বর্ণ ও জাতিগোষ্ঠীর দলমতের ঊর্ধ্বে উঠে হিংসা বিভেদ ভুলে সকলে মিলেমিশে আমাদের ঐতিহ্যবাহী মডেল হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকারের সেবা নিশ্চিতে আমাদের প্রিয় নেতা শরীয়তপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী এনামুল হক শামীম নির্দেশনার বাস্তবায়ন ও তাঁর হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং পরিশেষে সকলের নিকট দোয়া সমর্থন চেয়ে ভোট প্রার্থনা করে সকলকে ধন্যবাদ জানান চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেন বয়াতি।