
পঞ্চম ধাপে ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ শহিদুল ইসলাম শিকদার বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়।
শুক্রবার রাত ৮টার দিকে ভোজেশ্বর ইউনিয়নের পূর্ব পাচক এলাকাবাসী এবং পূর্ব পাচক ফকির বাড়ির আয়োজনে ভোজেশ্বর ইউনিয়ন জনসাধারণের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ সংবর্ধনা অনুষ্ঠানে নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার হাচানুজ্জামান খোকন, ভোজেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলী আহম্মদ সিকদার, বিঝাড়ি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্জ আলী আহম্মদ কাজী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি আ: সালাম ফকির, সাধারণ সম্পাদক দুলাল ছৈয়ালসহ জেলা, উপজেলা ও ভোজেশ্বর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমূখ উপস্থিত ছিলেন।
#