Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025
শরীয়তপুরের নড়িয়া

কৃষকদের প্রশিক্ষন ও উপকরন সামগ্রী বিতরণ

কৃষকদের প্রশিক্ষন ও উপকরন সামগ্রী বিতরণ
কৃষকদের প্রশিক্ষন ও উপকরন সামগ্রী বিতরণ

কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কৃষক / কৃষানীদের ২ দিন ব্যাপি কৃষি অফিসে হলরুমে পুষ্টি সম্পর্কে অনাবাদি জমিতে ও বাড়ির আঙ্গিনায় পুষ্টি বাগান করার জন্য প্রশিক্ষন ও ১৫ টি পরিবারের মাঝে বিচ উপকরন সামগ্রী বিতরন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিধ রোকনুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার আঃ কাদের, সাংবাদিক কবির উজ্জামান কৃষি অফিসে বিভিন্ন কর্মকর্তা সহ ৩০ জন কৃষক / কৃষানী।

উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, আমাদের পুষ্টির চাহিদা পুরন করার জন্য সপ্তাহে ৭ দিন পুষ্টি যুক্ত খাবার খেতে হবে যেমন লাউ, ঠেরস, দুনদুল,চিসিংগা, কচু সাক,কচুর লতি, কলমি সাক এবং প্রতিটি বাড়িতে পুষ্টি বাগান তৈরি করতে হবে। তিনি আরও বলেন সরকার বিনামূলে কৃষকদের সার, বিচ ও নগদ অর্থ দিয়ে সহোযোগিতা করছেন। আমরা সবসময় কৃষকদের সহায়তা ও পরমর্স দিয়ে থাকি।