Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় পূর্বশত্রুতার জেরে যুবককে প্রকাশ্য দিবালোকে হত্যা

নড়িয়ায় পূর্বশত্রুতার জেরে যুবককে প্রকাশ্য দিবালোকে হত্যা
নড়িয়ায় পূর্বশত্রুতার জেরে যুবককে প্রকাশ্য দিবালোকে হত্যা

শরীয়তপুরে নড়িয়া উপজেলার মৃধাকান্দি গ্রামে পূর্বশত্রুতার জেরে মতি মুন্সি (৩০) নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় এই ঘটনা ঘটে।

নড়িয়া থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় একই গ্রামের ছোবহান মৃধা, ইকবাল মৃধা, বাদল মৃধা, মোকলেছ মৃধা, বিল্লাল মৃধা, রাজ্জাক মৃধা, জসিম মৃধা, তুহিন মৃধা, খালেক মৃধা, সবুজ মৃধাসহ অন্যান্যরা রাম দা, টেটা, সরকিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উপজেলার মৃধাকান্দি গ্রামে করিম মুন্সির বাড়িতে প্রবেশ করে। এ সময় ঘরে ঢুকে করিম মুন্সির ছেলে মতি মুন্সিকে ধারলো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে তারা। আশংকাজনক আবস্থায় মতি মুন্সিকে তার স্বজনরা শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জানতে আসামী পক্ষের কাউকে পাওয়া যায়নি। নড়িয়া থানা ওসি তদন্ত আবির হোসেন বলেন, মামলার প্রস্তুতি চলছে। আসামী গ্রেফতার করতে অভিযানে আছি।