
শরীয়তপুরের নড়িয়া উপজেলা পরিষদে নবনির্মিত অফিসারস ক্লাব এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১১ ফেব্রুয়ারী শনিবার বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদউজ্জামানের সভাপতিত্বে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি নবনির্মিত অফিসারস ক্লাব এর শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক একেএম ইসমাইল হক, সহকারী কমিশনার ভূামি মো: পারভেজ, নড়িয়া পৌরসভার মেয়র এড. আবুল কালাম আজাদ. নড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান, এলজিইডির উজেলা প্রকৗশলী সাহাবুদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাচানুজ্জামান খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহাদি হোসেন, শিক্ষা অফিসার ইকবাল মনছুর, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাদশা শেখ সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলা উপজেলা আওয়ামীলীগের নেতাকমী ।