বুধবার, ২২শে মার্চ, ২০২৩ ইং, ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৩০শে শাবান, ১৪৪৪ হিজরী
বুধবার, ২২শে মার্চ, ২০২৩ ইং

নড়িয়ার চাকধ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়িয়ার চাকধ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ওহাব বেপারীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নজরুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে এবং শিক্ষক লোকমান হোসেন মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকতা শেখ রাশেদউজ্জামান, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক, স্কুলের প্রতিষ্ঠাতা ডিএম শাহজাহান সিরাজ, ভূমখাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন। এতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


error: Content is protected !!