
আগামী ২২ সে মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন আশ্রয়ণ ২ প্রকল্পের ৪র্থ ধাপের ঘরের চাবি হস্তান্তরের কার্যক্রম। এই লক্ষ্যে নড়িয়া উপজেলা সোমবার সকালে নির্বাহী অফিসার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজন করে সংবাদ সম্মেলনের।
উপজেলা নিবাহী অফিসার শেখ রাশেদুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভূমি সহকারী মোঃ পারভেজ, শিক্ষা অফিসার ইকবাল মনছুর, পিআইও মোঃ সোহারাব হোসেন, সাংবাদিক মফিজুর রহমান রিপন, মোঃ কবির উজ্জামান, ইব্রাহীম হোসাইন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে দেশের ভূমিহীন গৃহহীন পরিবারকে আশ্রয়ের নিশ্চয়তায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অবদান আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় জমির কাগজসহ ঘর উপহার দিচ্ছেন সরকার ।