
বর্তমান শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। তোমরা শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী পেয়েছো, এটা তোমাদের জন্য ভাগ্যের ও গৌরবের। কারন, শেখ হাসিনা বছরের প্রথম দিনেই বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে সক্ষম হয়েছে। যা অন্যান্য সরকারের আমলে সম্ভব হয়নি।
রবিবার(১৯ মার্চ) ভোজেশ্বর উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ভবণ উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এসব কথা বলেন। পানিসম্পদ উপমন্ত্রী বলেন, তোমরা স্মার্ট বাংলাদেশের নাগরিক। তোমরা ডিজিটাল ল্যাব পেয়েছো, যেখানে কম্পিউটার ও এলইডি টিভি মনিটরের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের লক্ষ্য নিয়ে কাজ করছেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব চালু হওয়ার মাধ্যমেই তা পূরণ হবে। এরপর তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ সুবিধার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তিনি উল্লেখ করেন। অতিরিক্ত বেতন ও ফি শিক্ষার্থীদের নিকট থেকে না নেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান উপমন্ত্রী এবং আগামী সংসদ নির্বাচনের পূর্বে বিদ্যালয়ের বিভিন্ন দাবি পূরণের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। ভোজেশ্বর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতি ও অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ভোজেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুক আলী দেওয়ান-এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদুজ্জামান, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার হাসানুজ্জামান খোকন, নড়িয়া থানা অফিসার ইনচার্জ মো: হাফিজুর রহমান, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ভোজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিকদার, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আ: জাব্বার ও ভোজেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ভোজেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী আহাম্মদ সিকদার। এছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোজেশ্বর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, প্রধান শিক্ষক বাবুল হোসেন দেওয়ান।