বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং

নড়িয়ায় মালেক মাস্টার পাঠাগারের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান

নড়িয়ায় মালেক মাস্টার পাঠাগারের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান

শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে হাজী আব্দুল মালেক মাস্টার স্মৃতি পাঠাগারের উদ্যোগে বৃত্তিপ্রদান করা হয়েছে। হাজী আব্দুল মালেক মাস্টারের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে ক্রোক্রিরচর স্কুল মাঠে এ বৃত্তি প্রদান করা হয়। পাঠাগারের সভাপতি অধ্যাপক সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং অতিশ দিপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের মেম্বার সৈয়দ হেমায়েত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথি ছিলেন, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের সহকারী রেজিস্টার সায়ক লোহানী, জাজিরা পৌরসভার সাবেক মেয়র আবুল খায়ের ফকির, রাজনগর ইউপি চেয়ারম্যান আবু আলেম মাদবর।

এসময় উপজেলা সমবায় কর্মকর্তা এসএম শাহদাত হোসেন, বিশিস্ট ব্যবসায়ী সৈয়দ শাহআলম, সৈয়দ রিপন, শিক্ষানুরাগী মাস্টার আজিজুল হক, আওয়ামীলীগ নেতা দবির সিকদার, যুবলীগ নেতা মাসুদ রাড়ী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক দেলোয়ার আকন, যুগ্ম আহবায়ক স্বপন দেওয়ান, ছাত্রলীগ নেতা উজ্জ্বল, আতিক সহ রাজনগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


error: Content is protected !!