বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং

উপজেলার কর্মরত সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত

উপজেলার কর্মরত সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত

মঙ্গলবার বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কনফারেন্স রুমে সাংবাদিকদের বুনিয়াদী প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার, বিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, সহ সম্পাদক ফিচার মিজানুর রহমান ও ট্রেইনার শাহ আলম।

রবিবার সকালে ৩ থেকে ৫ সেপ্টেম্বর সেমিনার কক্ষে শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের নিয়ে ৩দিনব্যাপী সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষনে অংশগ্রহণ করেন দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা মোহাম্মদ কবির উজ্জামান জ্জামান, ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি ইব্রাহিম হোসেন,মানবজমিন উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন,দেশ কালের প্রতিনিধি রকি আহমেদ, কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি মাহাবুবু আলম,বাংলাদেশ খবরের প্রতিনিধি জাহাঙ্গীর ছৈয়াল ,ঢাকা টাইমসের প্রতিনিধি মেহেদী হাসান,নিউজ ২৪ প্রতিনিধি রাব্বি আহমেদ।

শরীয়তপুর জেলা উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২৮ জন সাংবাদিক এতে অংশ করেন ।অংশগ্রহণকারী উপজেলাগুলো হল নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ, ড্যামুড্ডা,গোসাইরহাট।

 


error: Content is protected !!