Friday 9th May 2025
Friday 9th May 2025

নড়িয়ায় ৩সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা

নড়িয়ায় ৩সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা
নড়িয়ায় ৩সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা

শরীয়তপুরের নড়িয়ায় ৩ সন্তানকে নিয়ে পদ্মা শাখা কীর্তিনাশা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। এ ঘটনায় দুজনকে উদ্ধার করছেন তাবলিগ জামায়াতের সাথীরা। ফায়ার সার্ভিস বাকিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। পারিবারিক কলহে এ ঘটনা ঘটাতে পারে বলে জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা। রবিবার ৫ নভেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার জপসা ইউনিয়নের কীর্তিনাশা নদীতে এ ঘটনা ঘটে।

নদীতে ঝাঁপ দেয়া মা হলেন, উপজেলার জপসা ইউনিয়নের মাইজপারা গ্রামের আজিজুল মাদবরের স্ত্রী ছালমা বেগম (২৫), তার ছেলে জাফর মাদবর (৭), মেয়ে আনিকা মাদবর (৩) ও ১০ মাস বয়সী ছেলে ছলেমান।

নিখোঁজ ছালমার মা শিরিনা বেগম বলেন, ছালমা শ্বশুর শাশুরী, ননদ ও ননাসের মানসিক অত্যাচারে অতিষ্ট হয়ে সন্তানসহ নদীতে ঝাঁপ দিয়েছে। তার স্বামী ভালো মানুষ। সে তাদের সাথে পেরে ওঠতো না।

কিন্তু ননদ ননাস, শ্বশুর শাশুরী তাকে নিয়মিত নির্যাতন করত। এ কারণে সকালে নদীতে ঝাঁপ দিয়ে ছালমা আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা আনিকা ও ছলেমানকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ ছালমা ও তার ছেলে জাফরকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ।

এ বিষয় নড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সংকর চন্দ্র বৈদ্য বলেন, ‘নদীতে ঝাঁপ দেয়ার খবর শুনে ঘটনাস্থলে এসেছি। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালাচ্ছেন।