
”সমবায়ে গড়ছি দেশ স্মাট হবে বাংলাদেশ ” নড়িয়ায় ৫২ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তলন, র্যালি, আলোচনা সভা ও পুরুস্কার বিতরন করা হয় ।
শনিবার সকালে উপজেলা চত্তর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সভাকক্ষে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেয়র আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান জাকির বেপারি ও মাহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, প্রধান শিক্ষক মিন্টু চন্ড রায়, সমবায় অফিসার আবদুর রহমান মিয়া, সহকারী কর্মকর্তা ফিরোজ বাইন ও এস এম শাহাদাৎ হোসেন সহকারী পরিদর্শক সহ বিভিন্ন দপ্তরের সরকারী বেসরকারী কমকতা উপস্থিত ছিলেন। পরে সমবায় সফল ব্যবসায়ী ৪জনকে পুরুস্কার বিতরন করা হয়।