Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়িয়ায় এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নড়িয়ায় এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নড়িয়া উন্নয়ন সমিতির (নুসা) বিঝারি শাখা ব্যবস্থাপক কমল বিশ্বাসের (৫২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কমল বিশ্বাস ফরিদপুর জেলার বোয়ালমারী এলাকার বাসিন্দা। তিনি নড়িয়া উন্নয়ন সমিতির বিঝারি শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, নড়িয়া উপজেলার বিঝারি এলাকায় নুরুল ইসলাম ঢালীর বাড়িতে নুসা’র বিঝারি শাখা অফিস রয়েছে। সেই অফিসের একটি কক্ষে মাঝে মধ্যে থাকতেন কমল বিশ্বাস।

সোমবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি সেই কক্ষে ছিলেন। মঙ্গলবার সকালে তাকে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ কমল বিশ্বাসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নুসা’র যুগ্ম পরিচালক জয়দেব চন্দ্র কুন্ডু জানান, দুই বছর আগে কমল বিশ্বাস এনজিওটিতে যোগদান করেন। তিনি বিঝারি শাখার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছিলেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। তবে প্রাথমিক ধারণা আত্মহত্যা।