Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে বাংলা নববর্ষ উৎসব

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে বাংলা নববর্ষ উৎসব
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে বাংলা নববর্ষ উৎসব

শরীয়তপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ পরিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কলেজ ক্যাম্পাসে বাংলা নববর্ষ ১৪৩১ বরণ করেছে। অনুষ্ঠান সূচীর মধ্যে ছিলো জাতীয় সংগীত, এসো হে গানের সাথে বাংলা নববর্ষ বরণ।
এরপর অনুষ্ঠিত হয় বর্ষবরণ শোভাযাত্রা।
এসো হে বৈশাখ, এসো এসো গানের সাথে ” মঙ্গল শোভাযাত্রায়” ব্যাপক প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। বাংলার বাউল, কামার, কুমার, কৃষক, মাঝি, জেলে, গাঁয়ের বধু, বর্ষবরণ খচিত কুলার সাজ সজ্জিত হয় তারা, এছাড়া বড় বড় প্লাকাডে বৃহৎ আকৃতির জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল, আম সহ নানা রঙিন আয়োজনে বর্ষবরণ আয়োজন কে রঙিন করেছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ পরিবার।