
আসন্ন শরীয়তপুরের নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক, নড়িয়া উপজেলার সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট নারীনেত্রী ও সমাজ সেবিকা এবং সুশিক্ষিত সুলতানা রাজিয়া মনি। সোমবার ১৫ এপ্রিল তাঁর স্বামী নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলার কার্যকরী সদস্য সাহাবউদ্দিন আহমেদ সানি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুলতানা রাজিয়া মনি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। রাজিয়া সুলতানা মনি ছাত্রজীবনে নারায়ণগঞ্জ মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যকরী সদস্য ছিলেন।
মনি’র শশুড় নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
এ ব্যাপারে সুলতানা রাজিয়া মনি বলেন, আমি সারাজীবন নড়িয়ার মানুষের কল্যানে ও এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আমাকেও নড়িয়া উপজেলার মানুষ ভালবাসে। তাই যেখানেই যাচ্ছি সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছি। আমি বিশ্বাস করি নড়িয়াবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হয়ে জননেত্রী শেখ হাসিনা ও জননেতা একেএম এনামুল হক শামীমের উন্নয়নের ছোঁয়া নড়িয়া উপজেলার মানুষের দ্বারগোড়ায় পৌছে কাজ করবো, ইনশাআল্লাহ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে অনলাইনে মনোনয়ন দাখিলের শেষ দিন সোমবার ১৫ এপ্রিল শেষ সময় পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম ইসমাইল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলাউদ্দিন বেপারী ও নড়িয়া সরকারী কলেজ এর সাবেক ভিপি মামুন সিকদার (ভিপি মোস্তফা)। ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির উজ্জামান, ইউপি সদস্য আলমগীর ফকির। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, উপজেলা যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি সুলতানা রাজিয়া, বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবিয়া আক্তার।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |