Friday 9th May 2025
Friday 9th May 2025

নড়িয়ায় সরকারি রাস্তার গাছ কর্তন

নড়িয়ায় সরকারি রাস্তার গাছ কর্তন

শরীয়তপুর জেলাধীন নড়িয়া উপজেলার ৯নং ওয়ার্ডের পৌরসভার সরকারি রাস্তার পাশের দুইটি সীল কড়ই গাছ তাহের বেপারী নামে এক ক্রেতার কাছে বিক্রি করেছে বাংলাবাজারের দোকানদার মোঃ সুমন। দুইটি গাছের মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
সোমবার সকালে গাছ কাটার স্থানে গেলে সুমন বলে আমাদের গাছ আমি বিক্রি করেছি তাহের বেপারীর কাছে এবং সরকারি কর্মকর্তা ও পৌরসভার অনুমতি নিয়েছি। তবে গাছ বিক্রয়কারী বাংলাবাজারের দোকানদার সুমন কোন অনুমতি দেখাতে পারেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রূপা রায় বলেন, আমি তফসিল অফিসের কর্মকর্তাদের পাঠিয়ে খোঁজ নিয়েছি এবং গাছ কাটা বন্ধ করে দিয়েছি। যারা গাছ কাটছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।