Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়া উপজেলার ব্যবসায়ীদের সাথে সার্কেল এসপির মতবিনিময় সভা

নড়িয়া উপজেলার ব্যবসায়ীদের সাথে সার্কেল এসপির মতবিনিময় সভা

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বিভিন্ন বাজার বনিক সমিতির সদস্যদের এর সাথে প্রশাসনের মতবিনিময় সভা করা হয়।
বুধবার সকাল ১০ টায় নড়িয়া থানায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আইন শৃংখলা রক্ষায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়িয়া সার্কেল কামরুল হাসান।
পবিত্র মাহে রমজান উপলক্ষে নড়িয়া উপজেলার আইন শৃঙ্খলা, ভেজাল খাদ্য দ্রব্য,উর্ধমুখী বাজার মুল্যে, যানযট নিরসন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য নড়িয়া উপজেলার বিভিন্ন বাজার বনিক সমিতির নেতৃবৃন্দের প্রতি আহবান জানান নড়িয়া সার্কেল অফিসার কামরুল হাসান।
নড়িয়া থানার অফিসার ইনচার্জ এ কে এম মনজুরুল হক আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী হাচান আলী রাঢ়ী, সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, নড়িয়া পৌরসভা মেয়র শহিদুল ইসলাম বাবু রাঢ়ী।
সাব ইন্সেপেক্টর বিকাশ মন্ডলের উপস্থাপনায় বক্তব্য রাখেন নড়িয়া বাজার বনিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী বেপারী, সাধারন সম্পাদক জলিল শেখ, ঘড়িষার বাজার বনিক সমিতির সভাপতি সেকান্দার হাওলাদার, সাধারন সম্পাদক রোমান হাওলাদার, ভোজেশ্বর বাজার বনিক সমিতির সভাপতি ইদ্রিস আলী গোড়াপী, পন্ডিতসার বাজার বনিক সমিতির সভাপতি নিজামুল করিম, গোলার বাজার বনিক সমিতির সভাপতি লোকমান পালোয়ান।
এ সময় নড়িয়া উপজেলার বিভিন্ন বাজার বনিক সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।