Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় উত্তর নশাসন আর.আই আলীম মাদ্রাসায় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

নড়িয়ায় উত্তর নশাসন আর.আই আলীম মাদ্রাসায় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় উত্তর নশাসন আর. আই আলীম মাদ্রাসায় ‘মাদ্রাসা ভিত্তিক ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়।
২৯ মে বুধবার দিনব্যাপী পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)’র যৌথ অর্থায়নে মাদ্রাসা ভিত্তিক ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবুল খায়ের।
নুসার সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ দবির হোসেন আকন।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নুসার সমন্বয়কারী ও ফোকাল পার্সন মোঃ মনির হোসেন। প্রতিযোগিতার বিষয়গুলো হলো কোরআন তিলাওয়াত, হামদ/নাত, ইসলামী সংগীত, আযান, ইসলামী কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা বিপুল উৎসাহের সাথে প্রতিযোগিতা অংশ নেয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক, নুসার উক্ত প্রকল্পের মাঠসংগঠক মোঃ শহিদুল ইসলাম সহ ছাত্র-ছাত্রীবৃন্দ।