Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়া উপজেলা আওয়ামীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নড়িয়া উপজেলা আওয়ামীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

৪-ই জুলাই বৃহস্পতিবার বিকালে সোনার বাজার আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী হাচান আলী রাঢ়ীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, সহ-সভাপতি আ: ওহাব বেপারি, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাচানুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন এডঃ আবুল কালাম আজাদ, এনায়েত মুন্সি, নড়িয়া পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাঢ়ী, আলাউদ্দিন বেপারি, জাকির বেপারি, নাজমা সিকদার সহ আওয়ালীগের, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ।
বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কে এম এনামুল হক শামীম বলেন, আওয়ামীলীগকে এক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নিজেদের মধ্যে কোন কোন্দল, মামলা ও হামলা করা যাবে না। এসব করলে আওয়ামীলীগের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হবে। এ ভাঙ্গন থেকে আওয়ামীলীগ অবশ্যই রক্ষা করতে হবে। যারা আওয়ামীলীগের হয়ে কাজ করছেন এটা তাদেরই দায়িত্ব।