সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং

মাদারীপুরে প্রধানমন্ত্রীর নামে মিথ্যাচার ও গুজব রটানোর দায়ে আটক-০১

মাদারীপুরে প্রধানমন্ত্রীর নামে মিথ্যাচার ও গুজব রটানোর দায়ে আটক-০১

র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে¡ ৩১ জুলাই বুধবার আনুমানিক বিকাল ৫ টা ৩০ মিনিটের সময় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন লুন্দি গ্রামস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মিল্টন হাওলাদার (১৯), পিতাঃ ফারুখ হাওলাদার, সাং- লুন্দি, থানাঃ রাজৈর, জেলাঃ জেলাঃ মাদারীপুরকে ১টি মোবাইল এবং ২টি সীমকার্ডসহ হাতেনাতে আটক করে। আটককৃত আসামী তার ব্যবহৃত মোবাইল ফোনের আইএমজে মিডিয়া নামে ইউটিউব চ্যানেল ব্যহারের মাধ্যমে “প্রধামন্ত্রী শেখ হাসিনা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়েছেন ও লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছে” নামক মিথ্যাচার ও গুজব রটানোর একটি ভিডিও আপলোড করে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন, বিভ্রান্তি ও অপপ্রচার করে আসছিল। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের সম্মুখে উপরোক্ত অপরাধের কথা স্বীকার করে। উদ্ধারকৃত মোবাইলসহ আটককৃত আসামীকে মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার রাজৈর থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


error: Content is protected !!