
শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চাঁদপুর-শরীয়তপুর সড়কে নরসিংদীপুর ফেড়িঘাটে দুটি ট্রাক চাপায় মজিবর রহমান সরকার(৩৫) নামে এক ট্রাক হেলপার মারা যায়। বৃহস্পতিবার ২৩ জুলাই সকাল ১০ টায় চট্টগ্রাম-খুলনা মহাসড়কে সখিপুর থানায় নরসিংদীপুর ফেড়িঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অপর ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে। নিহত মজিবুর সরকারের বাড়ি খুলনা সদরে। এ দুঘর্টনায় তার চাচতো ভাই বাদী হয়ে সখিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক এনাম বলেন, সকালে শুনতে পাই চট্টগ্রাম-খুলনা মহাসড়কে দুটি ট্রাকে সংঘর্ষে হয়ে মজিবর রহমান সরকার(৩৫) নামে এক ট্রাক হেলপার ঘটনা স্থলেই মারা যায়। পরে তাদের উদ্ধার করে পোষ্ট-মর্টেমের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করি। তাকে পোষ্ট-মর্টেম করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেই এবং ঘটনা স্থল থেকেই অপর ঘাতক ট্রাক ড্রাইভারকে আটক করে হত্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করি।