সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

ঢাকা-মাওয়া সড়ক দূর্ঘটনায় শরীয়তপুরের ২জন নিহত

ঢাকা-মাওয়া সড়ক দূর্ঘটনায় শরীয়তপুরের ২জন নিহত

মুন্সিগঞ্জের  লৌহজং উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া অংশের পদ্মা সেতুর টোল প্লাজার সামনে সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
এসময় আহত হয়েছেন আরো দুই আরোহী। রোববার দুপুর সাড়ে ১২টায় দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শরীয়তপুর জেলার জাজিরা থানার জয়নগর গ্রামের সাত্তার বাঘার ছেলে মোঃ সুজন বাঘা (২৭) ও একই গ্রামের কাদির হাওলাদারের ছেলে ফরমান আলী কাদির (২০)।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঢাকা থেকে দুইটি মোটরসাইকেলে, দুই/দুই করে চার আরোহী শরীয়তপুর যাচ্ছিলেন। পথে ঢাকামুখী যাত্রীবাহী একটি বাস বিআরটিসি’র বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় দুই আরোহী।

এসময় ধাক্কা লেগে আহত হয় অপর মোটরসাইকেলের আরো দুই আরোহী। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘাতক বাসটিকে (ঢাকা মেট্রো ব-১৫-৫৯৪৯) আটক করা হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ওসি আফজাল হোসেন জানিয়েছে, নিহতের পরিবার ময়না তদন্ত ছাড়াই লাশ নিতে জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে আবেদন করেছে। আবেদন মঞ্জুর হলে লাশ দুটি পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে।


error: Content is protected !!