শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

ফরিদপুর জেলার সদর উপজেলায় ৫ টি গোডাউনে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮৫০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয় ও র‌্যাব-৮ এর উদ্যোগে ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজিদুর রহমান এর নেতৃত্বে ফরিদপুর জেলার সদর উপজেলায় হারুকান্দি নামক এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় ৫ টি গোডাউনে অভিযান চালিয়ে মোট ৮৫০ কেজি পলিথিন ব্যাগ জব্দ ও ৮০ হাজার টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন।

মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন র‌্যাব-৮ বাহিনীর সদস্যবৃন্দ। মোবাইল কোর্টে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে ফরিদপুর সদর উপজেলার হারুকান্দি স্থানীয় গোডাউনে (স্বত্বাধিকারী: মোঃ সাকিল) ৩০ হাজার টাকা জরিমানা ও ১৯০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ, স্থানীয় গোডাউন (স্বত্বাধিকারী: জেসমিন) কে ২০ হাজার টাকা জরিমানা ও ১৫০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ, স্থানীয় গোডাউন (স্বত্বাধিকারী: মোঃ সাইফুল ইসলাম) কে ২০ হাজার টাকা জরিমানা ৪০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ, স্থানীয় গোডাউন (স্বত্বাধিকারী: মোঃ ইব্রাহিম শেখ) কে ১০ হাজার টাকা জরিমান ও ২০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং স্থানীয় গোডাউন (স্বত্বাধিকারী: (খুজে পাওয়া যায়নি)) থেকে ৪৫০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং মজুদ, ক্রয়/বিক্রয় ও ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ জানান, ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।


error: Content is protected !!