
পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শুক্রবার ০৫ নভেম্বর মাদারীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম. সারোয়ার রাব্বী এর নেতৃত্বে মাদারীপুর জেলার সদর উপজেলায় ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
এসময় পাঁচখোলা, সদর, মাদারীপুর ঠিকানায় জনাব আব্দুর রহিম খান এর মালিকানায় পরিচালিত “মেসার্স এম আর কে ব্রিকস্” নামক ইটভাটায় অভিযান পরিচালনা করে ০১ লক্ষ ৫০ হাজার টাকা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহায়তায় পানি দিয়ে ইটভাটার আগুন নেভানো হয় ও কাচাঁ ইট ভিজিয়ে নষ্ট করা হয় ।
মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন ও প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ।
মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে ইটভাটাটির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে জ¦ালানী কাঠ ব্যবহার না করার এবং অবৈধভাবে ইটভাটার মাটি সংগ্রহ না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |