সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ, নেতৃত্বে মামুন-ইবাদ

শরীয়তপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ, নেতৃত্বে মামুন-ইবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘শরীয়তপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ এর আত্মপ্রকাশ এবং নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১ জুন ) এক জরুরি সাধারণ সভায় ২৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৩তম আবর্তনের শিক্ষার্থী মামুন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩তম আবর্তনের শিক্ষার্থী ইবাদ সরকার।

এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন মো. মাহিনুর রহমান নায়িম, সহ-সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুন নেছা, সাংগঠনিক সম্পাদক হুমায়রা তাজরিন লামিয়াহ্ , অর্থ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন নাইম, উপ-অর্থ বিষয়ক সম্পাদক মেরিনা আক্তার, দপ্তর সম্পাদক মো.শফিক ইসলাম, প্রচার সম্পাদক নুরে আলম, উপ-প্রচার সম্পাদক শিশির আহমেদ সৈকত, শিক্ষা বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার, প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মোক্তার।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সবুজ আহমেদ, উম্মে রোকেয়া, আক্তার মাহমুদ, কায়কোবাদ, অর্ণব মাহমুদ, তানিয়া শেখ, জাকিয়া সুলতানা, আসিফ আজম, মেহের ইসলাম মুসকান, মো. সাকিল আহমেদ, নাজমুল হোসেন হৃদয়, মো. সুমন আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, নতুন এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।


error: Content is protected !!