Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

চাঁদপুরে লঞ্চ চলাচল শুরু, ঘূর্ণিঝড়ের আতঙ্ক কাটল

চাঁদপুরে লঞ্চ চলাচল শুরু, ঘূর্ণিঝড়ের আতঙ্ক কাটল
ফাইল ফটো

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব কেটে যাওয়ায় প্রায় ২১ ঘণ্টা পর চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে লঞ্চ চলাচল শুরুর ঘোষণা দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

চাঁদপুর নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ এবং বন্দর ও পরিবহন বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শাহাদাত হোসেন বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় সব ধরনের নৌযান চলাচলের ঘোষণা দেওয়া হয়েছে।

চাঁদপুর লঞ্চঘাট সূত্রে জানা যায়, লঞ্চ চলাচল শুরুর খবরে সকাল থেকে ঘাটে প্রচুর যাত্রীর ভীড় রয়েছে। সকাল ৯টায় এমভি ঈগল- ৩ নামের একটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

এর আগে, শুক্রবার বেলা ১১টার দিকে বৈরী আবহাওয়ায় চাঁদপুর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়।