
চাঁদপুরের মতলব দক্ষিণের মুন্সিরহাট বাজারে আগুন লেগে ১৭টি দোকান পুড়ে গেছে। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। চাঁদপুর ও মতলব ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফার্মেসি, হার্ডওয়্যার, মুদি ও স্বর্ণের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। ব্যবসায়ীদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ ৭-৮ কোটি টাকা। আগুনের কারণ তদন্তাধীন।