Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

কালকিনিতে নদের ভাঙনে বিলীনের পথে জন গুরুত্বপূর্ণ পাকাসড়ক

কালকিনিতে নদের ভাঙনে বিলীনের পথে জন গুরুত্বপূর্ণ পাকাসড়ক
কালকিনিতে নদের ভাঙনে বিলীনের পথে জন গুরুত্বপূর্ণ পাকাসড়ক

পালরদী নদের ভাঙনে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর এলাকায় বিলীনের পথে একটি জন গুরুত্বপূর্ণ পাকা সড়ক। সম্প্রতি নদীর পানির স্রোত বৃদ্ধি পাওয়ায় উপজেলার নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। আর এই অব্যাহত ভাঙনে কালকিনি-ফাঁসিয়াতলা পাকা সড়কটি প্রায় বিলীন হয়ে গেছে। এতে করে ওই সড়কে চলচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারি ও স্থানীয় এলাকাবাসী। তবে ভাঙনে ওই সড়কটি পালরদী নদীতে বিলীন হলে আশপাশের অন্তত প্রায় ১০টি গ্রামের মানুষের যোগাযোগ পুরোপুরি বিছিন্ন হয়ে যাবে। বর্তমানে মৃত্যুর ঝুঁকি নিয়ে ওই সড়কটিতে চলাচল করছে পথচারিরা। সব মিলিয়ে সড়কটি যেন মরন ফঁদে পরিনত হয়েছে। তবে একটি প্রভাবশালী মহল নদের ওই স্থান থেকে দীর্ঘদিন যাবত বালু উত্তোলনের ফলে সড়কটি এখন সম্পূর্ণরুপে বিলীন হয়ে যাবে বলে জানিয়ছেন স্থানীয় এলাকাবাসী।
আজ শুক্রবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা গেছে, প্রায় ৪৫ বছর ধরে আলীনগর এলাকা ভাঙনকবলিত। পালরদী নদীর ভয়ালগ্রাসে ওই এলাকার কয়েক হাজার মানুষ নিঃস্ব হয়ে গেছে। বর্তমানে নদীর তীরের মানুষ প্রতিদিন আতঙ্ক নিয়ে বসবাস করে।
স্থানীয় বাপ্পি, সাগর ও ছত্তারসহ বেশ কয়েকজন জানান, কালকিনি-ফাঁসিয়াতলা সড়কটির পাকা অংশের প্রায় সবটুকু ভেঙে বিলীন হয়ে গেছে। বাকি কাঁচা অংশ টুকুও এখন বিলীনের পথে। পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে ভাঙনরোধে ব্যবস্থা না নিলে পুরোপুরি ওই সড়কটি নদী গর্ভে চলে যাবে। বিছিন্ন হয়ে যাবে প্রায় ১০টি গ্রামের কয়েক হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা। তাই সময় থাকতে পানি উন্নয় বোর্ডের প্রতি ব্যবস্থা নিতে আকুল আবেদন জানাচ্ছি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন এলাকাবাসী বলেন, একটি প্রভাবশালী মহল নদের ওই স্থান থেকে দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করে আসছে। যার ফলে সড়কটি এখন সম্পূর্ণরুপে বিলীন হয়ে যাবে।
মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সানাউল কাদের খান বলেন, কালকিনি-ফাসিয়াতলা সড়কের বেশ কয়েকটিস্থানে জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করা হয়েছে। তবে নতুন বরাদ্দ পেলে পুনরায় ভাঙন কবলীতস্থানে ডাম্পিং করা হবে।