
মুন্সীগঞ্জে যাত্রীবাহী একটি লঞ্চের ছাদে দুই তরুণীকে বেল্ট দিয়ে মারধরের ঘটনায় অভিযুক্ত যুবক নেহাল আহমেদ জিহাদকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক জনরোষের মুখে পড়ে ঘটনাটি।
বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে মোহনপুরগামী ‘এম ভি ক্যাপ্টেন’ নামের লঞ্চে এই ঘটনা ঘটে। মুন্সীগঞ্জে লঞ্চটি যাত্রাবিরতি দিলে স্থানীয় কিছু যুবকের সঙ্গে যাত্রীদের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে লঞ্চের ছাদে থাকা দুই তরুণীকে প্রকাশ্যে বেল্ট দিয়ে আঘাত করতে দেখা যায় জিহাদকে। আশপাশে থাকা অনেকে ঘটনা দেখলেও কেউ বাধা দেয়নি, বরং অনেকেই ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তা নিন্দার ঝড় তোলে। মুহূর্তেই ঘটনার প্রতিবাদে সরব হয়ে ওঠেন নেটিজেনরা। বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এলে শনিবার (১১ মে) অভিযুক্ত যুবক জিহাদকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং অনুতপ্ত বলে জানিয়েছেন। তার দাবি, ‘বড় ভাইয়ের মতো’ শাসন করছিলেন, তবে পরবর্তীতে বুঝতে পারেন, তা ছিল ভুল।
এই ঘটনায় পুলিশ আরও জানায়, ঘটনার তদন্ত চলছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় সামাজিকভাবে নারী নির্যাতন ও জনসম্মুখে সহিংসতার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |