
মাদারীপুরের কালকিনিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় কামরুল মোল্লা (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়ককের উপজেলার কর্ণপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল উপজেলার ঘুঙ্গিয়াকুল এলাকার সেলিম মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘ঢাকা থেকে ছেড়ে আসা সিমান্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশাল যাচ্ছিল। বাসটি কর্ণপাড়া এলে পিছন দিক থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কায় দেয়। এতে গুরতর আহত হয় কামরুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ডাসার থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। দুঘটনায় চালক পালিয়ে গেলেও বাসটি আমরা জব্দ করেছি।