
মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামের মোঃ শরফুদ্দিন রাঢ়ি নামে এক মুদি ব্যবসায়ীর দোকানে অগ্নীসংযোগ করেছে দূর্বৃত্তরা। এতে করে ওই ব্যবসায়ীর দোকানের টিভি, ফ্রিজসহ ৪ লক্ষাধীক টাকার ক্ষয়-ক্ষতি সাধন হয়েছে। শনিবার ভোররাতে এ অগ্নি সংযোগের ঘটনা ঘটে।
এলাকা ও ভূক্তভোগী সুত্রে জানা গেছে, মুদি ব্যবসায়ী শরিফুদ্দিন দীর্ঘদিন যাবত ওই এলাকার রমজানপুর বাজারে ব্যবসা করে আসছেন। তিনি দোকানে রাতে না থাকার সুযোগে কেবা-কাহারা তার দোকানে অগ্নি সংযোগ করে পালিয়ে যায়। পরে মুহুর্তের মধ্যে পুরো দোকানে আগুন ছরিয়ে পরে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় এলাকাবাসী প্রায় দুই ঘন্টা ব্যাপী প্রানপন চেষ্ঠা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু তাৎক্ষনিক ওই ব্যবসায়ীর দোকানঘর পুরে ছাই হয়ে যায়। এতে করে প্রায় ৪লক্ষাধীক টাকার ক্ষতিসাধন হয়েছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইমতিয়াক আসফাক রাসেল বলেন, রাতে ওই ব্যবসায়ীর দোকানঘর পুড়ে যায়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |