Thursday 3rd April 2025
Thursday 3rd April 2025

ভারতে মোমবাতি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬

ভারতে মোমবাতি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬
ছবি-সংগৃহীত

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরের উপকণ্ঠে পিম্পরি চিঞ্চওয়াড় এলাকায় শুক্রবার দুপুরে একটি মোমবাতি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন শ্রমিক নিহত এবং আটজন আহত হয়েছেন।

স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে তালাওয়াদে অবস্থিত ওই কারখানায় আগুন লাগার খবর পায় দমকল বাহিনী। খবর পেয়ে দমকল বাহিনীর ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পিম্পরি-চিঞ্চওয়াড় মিউনিসিপ্যাল কমিশনার শেখর সিং জানান, কারখানাটিতে স্ফুলিঙ্গ মোমবাতি তৈরি করা হতো। আগুনের কারণ এখনো নিশ্চিত নয়। তবে কারখানায় অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না বলে ধারণা করা হচ্ছে।

নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের পুনে এবং পিম্পরি চিঞ্চওয়াড় পৌর করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক তদন্ত শুরু করেছে।