
যুক্তরাষ্ট্রের আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে জনমত জরিপে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের এক জরিপে দেখা গেছে, ট্রাম্প ৪৭ শতাংশ ভোট পেয়েছেন, যা বাইডেনের ৪৩ শতাংশের চেয়ে ৪ শতাংশ বেশি।
এই জরিপের ফলাফল বাইডেনের জন্য উদ্বেগের কারণ। তিনি তার প্রেসিডেন্টত্বের তিন বছরের মধ্যে সবচেয়ে কম জনপ্রিয় অবস্থানে রয়েছেন। জরিপে মাত্র ৩৭ শতাংশ ভোটার মনে করেন, বাইডেন তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।
বাইডেনের জনপ্রিয়তা কমার পেছনে তার পররাষ্ট্র নীতির ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন বিষয়ে তার নীতির কারণেই জনপ্রিয়তা কমেছে। জরিপে মাত্র ২৩ শতাংশ ভোটার বলেছেন, বাইডেনের নীতির কারণে তারা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। বিপরীতে ৫৩ শতাংশ ভোটার বলেছেন, বাইডেনের নীতি তাদের ক্ষতিগ্রস্ত করেছে।
অন্যদিকে, ট্রাম্পের পররাষ্ট্র নীতির জন্য ভোটাররা বেশি সন্তুষ্ট। জরিপে উত্তরদাতাদের প্রায় ৫০ শতাংশই বলেছেন, ট্রাম্পের পররাষ্ট্র নীতি তাদের ব্যক্তিগতভাবে সাহায্য করেছে।
ভোটের এখনো অনেকটা সময় বাকি। তবে এই জরিপ ট্রাম্পের আবারও হোয়াইট হাউসে ফেরার সম্ভাবনাকে উজ্জ্বল করেছে।